মো:ওসমান গনি: শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্র নাগরবন্দর সড়কে দখল করে অবৈধভাবে স্থাপন করা ২০টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।
অভিযান পরিচালনার সময় তিনি বলেন, পৌর-শহরে গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে নাগরবন্দর এলাকা রয়েছে। এখানে যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও ফুটপাতে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। পুনরায় দোকান না বসানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। কেউ যদি নির্দেশ অমান্য করে এবং দোকান বসানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই উচ্ছেদ অভিযানে পথ ব্যবসায়ী পানের দোকানদার মেহেদি হাসান বলেন জনকল্যাণে এ অভিযান ভালো তবে আমার পরিবারের ৫ জন সদস্য এখন কিভাবে আমাদের সংসার চলবে।
Leave a Reply