শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় সুলতান মিয়া নামের এক অটো ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
১৪ এপ্রিল(শুক্রবার) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দের এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ।
নিহত অটোভ্যান চালক সুলতান মিয়া দিনাজপুর জেলার রানীগঞ্জের শ্রী হরি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।
আটক হওয়া বাস চাকলকের নাম মোঃ আলমগীর হোসেন(৩০)।তিনি রংপুর জেলাধীন মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্হানীয়দের সূত্রে জানা যায়, অটোভ্যান চালক সুলতান মিয়া তার ভ্যানের ব্যাটারি কেনার জন্য শিবগঞ্জের মোকামতলা বন্দরে আসেন। সকালে মোকামতলা বন্দরের বগুড়া-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রাকিব পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুলতান মিয়া।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনা পর বাস চালককে আটক করা হয়। আর ঘাতক বাসটিও পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
Leave a Reply