মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়া বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং রাজ ১৭০৫, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর অন্তভূক্ত) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সাতমাথাস্থ জাসদ কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়।
এবারের নির্বাচনে মোঃ একরাম হোসেন (চেয়ার) ১৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এপদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মঞ্জুরুল হক (মোরগ) পেয়েছেন ৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ ফিরোজ আহমেদ (গরুর গাড়ী) ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাসান তালুকদার (মই) পেয়েছেন ৬৩ ভোট।
অন্যান্যপদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল বাছেদ আকন্দ (হারিকেন), সহ-সাধারণ সম্পাদক মোঃ মুকুল মিয়া (আনারস), সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাঙ্গা (মাইক), অর্থ সম্পাদক মোঃ সোহান মিয়া (মোটর সাইকেল), দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন (টেবিল), প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (মোমবাতি), ক্রীড়া সম্পাদক মোঃ শাহিনুর রহমান সুমন (ফুটবল), ধর্মীয় সম্পাদক মোঃ দুখু মিয়া (মিনার), কার্যনির্বাহী সদস্য মোছাঃ জেছমিন বেগম (পানপাতা), মোছাঃ চম্পা বকুল (সেলাই মেশিন), মোঃ এরশাদ (মিনিবাস), মোঃ রায়হান প্রাং (ট্রাক)।
ভোট গননা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন সংগঠনের নির্বাচন কমিশনার এ্যাড, আব্দুল লতিফ পশারী ববি।
এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা জাসদ নেতা জোবায়ের হোসেন মোল্লা, অধ্যক্ষ নজরুল ইসলাম, হারুনুর রশিদ, দানা তালুকদার, ওবায়দুল হক, আতিকুজ্জামান তুহিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তানসেন আলম তালুকদার, রবীন্দ্রনাথ দাস রঞ্জন, জেলা শ্রমিক জোটের সভাপতি সিদ্দিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল হকসহ নির্বাচন পরিচালনার সাথে জড়িত ও বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল কর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply