বগুড়া জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান সরকারী হাটে সরকারি নির্দেশ মতে সকল পণ্যের খাজনা আদায় প্রদানের লক্ষে টোল আদায়ের নির্দেশনার সাইন বোর্ড হাটের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়।
এসময় ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতাদের উদ্যেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, তিনি বলেন সরকারি নির্দেশ অমান্য করে যারা টোল বা খাজনা আদায় করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে । এতেও কাজ না হলে হাটের ইজারা বাতিল করা হবে।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ( ভূমি) কর্মকর্তা আজাহার আলী, রায়নগর ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, ব্যবসায়ী সিরাজুল ইসলাম।আবু রায়হানের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বেলাল মন্ডল, আবু রায়হান, মোস্তাফা কামাল তোতা, মহসিন আলী, ফারুক হোসেন, ব্যবসায়ী মোশারফ হোসেন, জিয়াউর রহমান জিয়া, আঃ রাজ্জাক প্রমূখ।
এ ব্যাপারে বাজার ইজারাদার মনিরুজ্জামান মটুর সাথে কথা বললে তিনি বলেন ১০/১৫ বছর পূর্ব থেকে মহাস্থান হাটে/ বজারের টোল বা খাজনা যেভাবে আদায় হয়েছে সেভাবেই আমরা খাজনা আদায় করিতেছি, সরকার বিধি নিষেধ মেনেই খাজনা আদায় করা হচ্ছে। এ হাট পরিচারনার সময় যারা বিঘ্ন ঘটাবে তাদের তালিকা তৈরী করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা ভূমি কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হয় যে শিবগঞ্জ উপজেলার সকল সরকারী হাটে কি এ ধরনের টোল আদায়ের সাইন বোর্ড দেওয়া হয়েছে? উত্তরে তিনি বলেন এটা হাট ইজারাদারদের ব্যাপার আমাদের নয়।
Leave a Reply