মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর এলাকায় বালুদস্যুদের অবৈধভাবে বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালিয়ে ডিজেল চালিত ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মৌলি মন্ডল এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত উপজেলার কিচক ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে হরিপুর গ্রামের ১টি পয়েন্টে ডিজেল চালিত ড্রেজার মেশিন গুড়িয়ে দেয়া হয়। এ অভিযান পরিচালনার সময় ড্রেজারের মালিক প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মৌলি মন্ডল জানান, ভূ-গর্ভস্থ থেকে বালু উত্তোলন করা ভূমি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বালু উত্তোলনের কারণে আশেপাশে ফসলি জমি, বসত ভিটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাছাড়া প্রকৃতি ও পরিবেশের জন্যেও এটি হুমকি স্বরূপ। উপজেলায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমান অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে। এসময় শিবগঞ্জ থানা পুলিশের সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন।
Leave a Reply