বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় হেরোইনসহ হেলেনা বেগম(৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছ থানা পুলিশ।
২৩ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলায় থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে এসআই ইয়ামিন আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আড়িয়ার ঘাট এলাকার যাত্রী ছাউনিতে অভিযান পরিচালনা করেন। এসময় যাত্রী ছাউনির ভেতর থেকে ১ গ্রাম হেরোইনসহ হেলেনা বেগম(৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হেলেনা বেগম সোনাতলা পৌর এলাকার দক্ষিণ আঙ্গনিয়াতাইড় গ্রামের আলম সাকিদারের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সূত্রে জানা যায় হেলেনা বেগম নতুন কায়দায় ব্লাউজের বোগলের নিচে গোপন পকেটে হেরোইন নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়িয়ার ঘাট এলাকার যাত্রী ছাউনির ভেতর থেকে ১ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
সোমাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত হেলেনা বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের অন্তে দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান,হেলেনা বেগমের নামে থানায় আরও একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply