মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ( সোমবার) সকাল শোয়া ১০টার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি মোড় এলাকার দুই সন্তানের জনক হাসিবুল ইসলাম হাসিব (৩০) তার নিজ শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত হাসিব ওই এলাকার আলহাজ্ব মোস্তফা নুরুল ইসলামের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্হল থেকে ফুঁলবাড়ি পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান
মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাগালে পঠিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, মোটরসাইকেল ব্যবসায়ী হাসিবের কিছু ধার দেনা থাকায় মানসিক চাপে ভুগছিলেন। তিনি ধার দেনা শোধ করার লক্ষে গত কাল রবিবার তার ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করেন। ধার দেনা ও মোটরসাইকেল বিক্রি এনিয়ে পরিবারে তার বাবা ও স্ত্রীর সঙ্গে মনমালিন্য হয়।
এর একপর্যায়ে আজ সোমবার সকালে বাহির থেকে নাস্তা করে এসে ঘরের দরজা আটকিয়ে গাঁয়ে দেওয়ার কাঁথা দিয়ে নিজ শোয়ার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে ঘরের দরজা বন্ধ দেখে তার পরিবারের সদস্যরা দরজা খুলে দেওয়ার জন্য ডাকাডাকি করে। কোন প্রকার সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্হায় উদ্ধার করলে মৃত্যু অবস্থায় পায়।
বগুড়া ফুঁলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্হলে গিয়ে দরজা ভাঙা ও খাটে শোয়ানো অবস্থায় হাসিবের লাশ পেয়েছি। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা মনে হলেও আমরা লাশটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতালে পাঠিয়েছি।
Leave a Reply