বগুড়া জেলা প্রতিনিধিঃ-
কালবৈশাখী ঝড়ে বগুড়ার দুই থানায় দুইজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের আনছার আলীর ছেলে আন্দুল হালিম (৫০) এবং কাহালু উপজেলার কালাই মাঝপাড়া গ্রামের গোলজার প্রামাণিকের ছেলে শাহিন পরামানিক (৪০)।
নিহত আব্দুল হালিম বগুড়া ক্যান্টনমেন্টে মালী হিসেবে কর্মরত ছিলেন এনং নিহত শাহীন কৃষিকাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঝড়ের সময় একটি গাছ শাহীনের ঘরের উপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে একটি বড় গাছ আব্দুল হালিমের ঘরের পড়ে যায়। সকালে উক্ত গাছের ডাল কাটতে গিয়ে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি।তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুরে তিনি মারা যান।
নিচে বগুড়া ক্যান্টমেন্টের মালী আব্দুল হালিম এর মরদেহ।
Leave a Reply