বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়ায় জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও তৈরি করে যোগাযোগ মাধ্যমে প্রচার কররা অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
সোমবার(২৩ আগস্ট) রাতভর বগুড়া জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টিকটক ভিডিও তৈরি করে যোগাযোগ মাধ্যমে প্রচার করার অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মিশকাত হোসেন,মোঃ নুর-ই- ইসলাম আলিফ,মোঃ মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও মোঃ আরিফ আলী।
২৪ আগস্ট( মঙ্গলবার)বেলা সাড়ে ১১ টার সময় বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স)মোঃসোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়,কয়েক জন যুবক বগুড়া জেলার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্হাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। এই পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর নজরে আস।
ভিডিওটি বগুড়া জেলা সদর থানার ওসি মোঃ সেলিম রেজার নিকট পাঠিয়ে দিয়ে সংশ্লিষ্ট যুবকদেরকে খুঁজে বেরকরে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং।
এরুপ বার্তা পেয়ে, সদর থানার ওসি সেলিম রেজা তার অধীনস্থ এসআই জাকির আলম আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিমকে মাঠে নামিয়ে দেন টিকটক ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বেরকরতে। পুলিশের ওই টিম ভিডিও তৈরির সঙ্গে সংশ্লিষ্টদেরকে সনাক্ত করে ২৩ আগস্ট ২০২১ খ্রিঃ রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন স্হান থেকে ওই ৫ (পাঁচ) জনকে গ্রেফতার করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজার নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য আটককৃতরা বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিডিওটি ধারণ করে।
Leave a Reply