মোঃ জহুরুল ইসলাম সৈকত,শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৯ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম আটঘরি পাড়ার মৃত ইয়াদ আলীর ছেলে মোঃ রকিবুল ইসলাম (৩৭) একই জেলা ও থানার বাশজানি এলাকার নুরুজ্জামানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫) এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার সুদামপুর এলাকার মৃত গফুর আকন্দের ছেলে উজ্জল মিয়া (৩৫)।
মঙ্গলবার বিকাল সোয়া ৪ টার সময় শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১২।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থান বাজার এলাকায় কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৮ সেপ্টেম্বর বিকাল ৪.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থান বাজারস্থ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ সংলগ্ন “মদিনা ব্রয়লার হাউজ” প্রোঃ মোঃ হাবিবুল হাসান সুলতান এর মুরগীর দোকন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রকিবুল ইসলাম (৩৭), মোঃ আরিফুল ইসলাম (২৫), মোঃ উজ্জল মিয়া (৩৫)’কে মোট ৯ কেজি ৭ গ্রাম গাঁজা এবং মোবাইলসহ গ্রেফতার করে।
র্যাব-১২ বগুড়া এর স্পেশাল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন প্রতিবেদক নুরনবী রহমান কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply