কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-
সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাকের ধাক্কায় তোফায়েল আহমদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শাওন (২৬) নামে আরো একজন আহত হয়েছেন। নিহত তোফায়েল কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের তৈয়বুর রহমানের ছেলে ও আহত শাওন এয়ারপোর্ট এলাকার হানিফ মিয়ার ছেলে।
সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু মহাসড়কের ডাকঘর নামক স্থানের সম্রাট হোটেলের সামনে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করেন। এবং শাওনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
Leave a Reply