জিহাদ হোসেন রাহাত,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
ঢাকার বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িছেন সমাজ সেবক মুহাম্মদ ইউনুস। ব্যাক্তিগত উদ্যোগে ফান্ড গঠন করে ২০জন ব্যবসায়ীর হাতে ১লাখ টাকা করে সর্বোমোট ২০ লাখ টাকা তুলে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০এপ্রিল) সকালে মুহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯এপ্রিল) বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ২০জন ব্যবসায়ীকে এ টাকা দিয়ে সহযোগীতা করা হয়। সহায়তা পাওয়া ব্যবসায়ীরা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা।
ইউনুস রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের সন্তান।তিনি কেরোয়া নাগরিক পরিষদের সদস্য সচিব এবং রাজধানী শহর ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী। এলাকায় তিনি সমাজ সেবক হিসেবে পরিচিত। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদেও লড়েছেন তিনি। বিবিএস(সম্মান), এমবিএস (অ্যাকাউন্টটিং) এবং জাবি থেকে এলএলবি শেষ করা এই যুবক স্থানীয় মহলে ইতোমধ্যেই পরিচিতি অর্জন করেছে একজন দক্ষ সংগঠক হিসেবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সিদ্দিকুর রহমানসহ কয়েকজন জানিয়েছেন, আগুনে তারা নিঃস্ব হয়ে গেছেন। আবার ঘুরে দাঁড়ানো সম্ভব হবে কি না তা অনিশ্চিত। তবে চেষ্টা করে যাবেন ফের যেন ব্যবসায়ে সাফল্যের মুখ দেখতে পারেন। তাদের এ দুঃখের সময় অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন। নিজ এলাকার মানুষজন বিপদে সঙ্গী হলে হতাশার মাঝে শক্তি পাওয়া যায় -দক্ষ সংগঠক ইউনুস সেই কাজটিই করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মুহাম্মদ ইউনুস বলেন, আগুনে পুড়ে বঙ্গবাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে রায়পুরের কয়েক শতাধিক ব্যবসায়ী-কর্মচারী রয়েছে। তাদেরকে শনাক্ত করার চেষ্টা করেছি। আমার ব্যাক্তিগত উদ্যোগে গঠিত ফান্ডে পাওয়া বিশ লাখ টাকা ২০জন ব্যবসায়ীর মাঝে ১লাখ করে বিতরণ করেছি।
একটি ফান্ড বা কারো একার পক্ষে সবার কষ্ট লাঘব করা সহজ নয় বলেও মন্তব্য করেন ইউনুস। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান তিনি।
Leave a Reply