1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বরগুনা পৌরসভা নির্বাচন। - dainikbijoyerbani.com
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
ad

বরগুনা পৌরসভা নির্বাচন।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৬৫৪ Time View

বরগুনা পৌরসভা নির্বাচন
৩০ তারিখ দেখাইয়া দিমু জনতার পাওয়ার কত?

বরগুনা জেলা প্রতিনিধি
মোঃশওকত জোমাদ্দার

বরগুনা বরগুনা থেকে ফিরে, নুপুর রায়ঃ ৩য় ধাপে ৩০শে জানুয়ারী বরগুনা পৌরসভা নির্বাচন। বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সাধারণ ভোটারদের মতামত অনুযায়ী মেয়র পদে এই ৮জন মেয়র প্রার্থীর মধ্যে সাধারন পৌরবাসীর ভোটে এগিয়ে রয়েছেন এর আগের দুই বারের মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতিকের শাহাদাত হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, নির্বাচন আইলেই কত প্রার্থী মোগো দুয়ারে আয়, নির্বাচন গেলে আর দেহি না। যে ব্যাডা হারা বচ্ছর মোগা খোজ খবর লইছে, ভোট মোরা হেই ব্যাডারেই দিমু, মোরা জগ মার্কায় শাহাদাত ভাইরে ভোট দিমু। হে মোগো করোনার সময় নিজে আইয়া চাউল, ডাইল, তেল সাবান সব দেছে, ভোট হ্যারেই দিমু। হ্যাতে যদি মোরে গুলিও দেয় ফিরাইতে পারবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরএকজন ভোটার বলেন, মোর মাইয়ারে কুত্তায় কামর দেছে, মেয়রের ধারে যাওয়ার লগলগ নিজের পকেট দিয়া ১০০০ টাকা দিয়া কয় আগে মাইয়ার চিকিৎসা হরাও। মোরা কি আরেক জনারে ভোট দিমু কেমনে বোঝলেন। মোরা মেয়রেরেই ভোট দিমু। যদি কেহ ভোট কাটতে আয়, মোরা পাবলিকও রেডি আছি, দেকমু ক্যামনে ভোট কাডে, মোরাও হাগো কাডমু। হারা বচ্ছর কোন খবর থাহে না, নির্বাচন আইলেই ভোট কাটবে হ্যা দেকমু আনে। ৩০ তারিখ জগই জেতপে, ইনশআল্লাহ।
নাম প্রকাশে অনিচ্ছুক আরএকজন ভোটার বলেন, শাহাদাত মেয়ায় নির্বাচনে আওয়ার আগে হইতেই হে মোগো পাশে আল্লে। সিডরের সময় শাহাদাত মেয়ায় সবার আগে যাইয়া মোগো হুগনা খাওন, চাউল টাউল য্যা লাগে সব দেছে। মোর পেন্দনে যে কাপুড়হান দ্যাহেন এডাও শাহাদাত মেয়ায় দেছে। প্রতেক বচ্ছর হে মোগা কাপুড় দেয়। কি কমু কুরমানির সময় মোগোসব ঘরে গরুর গোস্ত পাডাইয়া দেয়, নাইলে মোরা গরুর গোস্ত চোহেও দেখতাম না। মুই শাহাদাত ভাইরে ভোট দিমু, হ্যাতে মোর যা অউক। ৩০ তারিখ দেহাইয়া দিমু জনগণের পাওয়ার কত??? আপনারা থাইক্কেন।
এছাড়াও অনেক ভোটার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন, ৩০ তারিখ শাহাদাত হোসেনের জগ প্রতিকে ভোট দিবে। তবে সামনে কিছু বলতে পারছেন না।
এপ্রসঙ্গে জগ প্রতিকের প্রার্থী শাহাদাত হোসেন বলেন, আমি ২০১০সাল থেকে বরগুনা পৌরসভার মেয়র ছিলাম। বরগুনা পৌর সভার অনেক উন্নায়ন করেছি। মেয়র নির্বাচিত হওয়ার আগে থেকেই আমি বরগুনা পৌরবাসীর সাথে ছিলাম। আমি যেমন পৌরবাসীকে ভালবেসেছি, পৌরবাসিও আমাকে তেমনি ভালবাসেন। আমি দিনে হোক আর রাতে হোক সকল সময় পৌরবাসির সুখ দুখের সাথি ছিলাম। নির্বাচন আসলেই অনেক প্রার্থীকে ভোট চাইতে দেখা যায়। তবে নির্বাচন শেষ হলেই তাদের আর ভোটারদের দুয়ারে দেখা যায় না। বরগুনা পৌরবাসি আমাকে যে ভালবাসা দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমাকে যদি পৌরবাসি তাদের মুল্যবান ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করেন তাহলে আমি কথা দিলাম, আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শতভাগ কাজ করবো। আর আমার জনপ্রিয়তা দেখে আমার একজন প্রতিদ্বন্দি আমাকে ঘরে বন্দি করে রেখেছেন। শহরের বাহিরে থেকে সন্ত্রাসী ভারা করে এনেছেন। আমি ঘরে বসেই আমার নির্বাচনী প্রচারের কাজ চালাচ্ছি। জনগণ আমার সাথে আছেন। আমি গ্রহিত ভোটের ৭০ভাগ ভোট পেয়ে আবারো বরগুনার পৌরসভার মেয়র নির্বাচিত হবো ইনশআল্লাহ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি