পলাশ চন্দ্র দাস:বরিশাল সংবাদদাতা// প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’ স্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সমাবেশে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গত পহেলা জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগে ৪১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ কোটি ২১ লাখ ৮২ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ সময় ৫২ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৫শ’ টাকার সম্পদ রক্ষা করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। গত ১০ মাসে আগুনে পুড়ে একজন নিহত এবং ১ জন দগ্ধ হয়েছে। এছাড়া গত ১০ মাসে সড়ক ও নৌপথ সহ অন্যান্য স্থানে ২৩৬টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৭৮জন এবং ৪০১ জন আহত হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফায়ার সার্ভিসের গাড়ি বহর নগরীর বিভিন্ন সড়কে মহড়া
Leave a Reply