বাগেরহাট প্রতিনিধিঃ
বিএনপি’র বাগেরহাট জেলা কমিটির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সরকারের কারসাজিতে তেল, চাল, ডিজেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ এই সরকার বাজারের নিয়ন্ত্রণ হারিয়েছে। যে কারণে খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষ আজ অসহায় জীবন যাপন করছে। এ জন্য আমাদের লক্ষ্য দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দলকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলনের জন্যে প্রস্তুত হওয়া। তিনি বলেন, দলীয় নির্বাচন কমিশন দিয়ে আর পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। তাই আমাদের লক্ষ্য হবে আগামী ২০২৩ সালে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে জনগণের সরকার গঠন করা।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে কোনোমতে ভোট দিয়ে আবার ক্ষমতায় চলে যাবা সেটা আর এবার হবে না। এবার মানুষ সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। (৫ মার্চ)
শনিবার বেলা ১১ টায় রামপার উপজেলার ফয়লাহাটে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, কোনো ভেদাভেদ নয়, তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতা কর্মিদের সাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা মেনে আমাদের ঐক্যবদ্ধ থেকে গণমানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতি উদ্ভুদ্ধ হয়ে দেশ কে স্বাধীন করেছে বাংলার দামাল সন্তানেরা। দেশে গণতন্ত্র ফেরাতে সকলকে আরও ঐকবদ্ধ হতে হবে। মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা। আমারা তার নিঃশর্ত মুক্তি চাই, মুক্তি দিতে হবে। এ জন্য তিনি জাতীয়তাবাদীদের সহযোগিতা কামনা করেন। কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেখ আ. আজিজ বাবু, ফকির শাহাদাৎ হোসেন, শেখ আব্দুল্লাহ আজমি, সরদার মাহাফুজুল হক চিক, তালুকদার বদিউজ্জামান মিনা, এনামুল হক প্রিন্স, মাহমুদ হাসান, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান মন্জু, শেখ আব্বাস আলী, মো. নূরুল্লাহ খোকন, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, সরদার বাকিবিল্লাহ, কামরুজ্জামান বাবু, মোড়ল কবিরুল ইসলাম, মাসুদুর রহমান পিয়াল, আলমগীর কবির বাচ্চু, জাহিদুল ইসলাম বাবলা, জাহিদুল ইসলাম, কাজী অজিয়ার রহমান, গাজী শাহাজালাল, শেখ মো. পলাশ, মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হুসাইন বাদল। আয়োজিত সমাবেশে বিএনপির বিভিন্ন ইউনিটের
বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply