বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।
বিজয় দিবস এর মতো একটি জাতীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে রক্ষা পাইনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। হামলায় অনেক নেতাকর্মী আহত হয়।
বিজয় দিবসে সংঘর্ষ স্বাধীনতা যদিও আমাদের জাতীয় আকাঙ্ক্ষা ও ঐক্যের উৎস; একাত্তরের বিজয় যদিও আমাদের সামষ্টিক উদযাপনের উপলক্ষ; এসব দিবস পালন করতে গিয়ে সরল ইউপি চেয়ারম্যান রশিদ এর নেতৃত্ব হামলার শিকার হয় সাধারণ মানুষ। সেখানে দেখা যায় বাঙালি জাতির মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবির উপর হামলা ও বাঁশখালী উপজেলার এমপি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যানারের উপর হামলা করা হয়।
এই বিষয়ে বাঁশখালী থানার ইনচার্জ কামালউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply