বগুড়া জেলা প্রতিনিধিঃ
উদ্যোক্তা উন্নয়ন,উদ্যোক্তা কল্যাণ, সামাজিক ও মানবিক কাজের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত “বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ)” এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরেও পবিত্র মাহে রমজানের ২৪তম দিনে ২য় দফায় ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ই এপ্রিল ২৩ইং) বিকাল সাড়ে ৫টায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘর চত্বরপ তরুণ ছাত্র, অসহায় ও ছিন্নমূল ব্যক্তিদের মাঝে বিবিজিফ’র পক্ষ হতে ইফতার বিতরণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় বিবিজিএফ সভাপতি আব্দুর রহিম সরকার বলেন বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরির পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে, সমাজে বেকারত্ব হ্রাস করা, অসহায় ও দুঃস্থ মানুষের সেবা এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নে বিবিজিএফ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অসহায় ছিন্নমুল মানুষ, দুঃস্থ ও এতিমদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করছি যা আগামীতেও করা হবে। প্রতি বছর এই আয়োজন বাস্তবায়নে যারা সহযোগিতা করেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবসময় এমন মহৎ উদ্যোগে পাশে থাকার জন্য উদ্যোক্তাদের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
ইফতার বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ জহুরুল ইসলাম সৈকত,হাফেজ আল মামুন, মোঃ শাহ্ সুলতান , কার্যনির্বাহি সদস্য সহ বিবিজিএফ নেতৃবৃন্দ।
Leave a Reply