এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে সারাদেশব্যাপী ন্যায় একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে. আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্রের পরীক্ষা।
এ বছর পরীক্ষা নেয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তিনটি বিষয়ে পরীক্ষা হবে না। পরীক্ষার জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।
বিরামপুর উপজেলা শিক্ষা অফিসার নুর আলম জানান, অত্র উপজেলায় এবার এসএসসি ১৯২১ জন দাখিল ৫০৬ জন কারিগরি ৪১৬ জন সর্বমোট ১৮৪৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
তিনি আরো জানান,দিনাজপুর বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ৩৪ হাজার ২৩৪ জন ৷গত জুন মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার কারণে পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়।
বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আরমান আলি জানান: তার কেন্দ্রে এসএসসি সাধারন ৪১৪ জন কারিগরি ১৪৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৷
বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুমন কুমার মোহন্ত এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম মন্ডল, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা জনাব রফিকুল আলম ।
পরীক্ষা কেন্দ্রে এসে ওসি সুমন কুমার মহন্ত বলেন, আমি অত্র উপজেলায় এসএসসি পরীক্ষার সবকটি কেন্দ্র পরিদর্শন করলাম. খুব সুন্দর লাগলো পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু সুন্দরভাবে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে । ছাত্র-ছাত্রীরা যেন উৎসব মুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে, ছাত্রছাত্রীরা তারা তাদের খাতায় সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিচ্ছে, যেন তাদের কোন দিকে দেখার সময় নেই।
Leave a Reply