বিরামপুর দিনাজপুর/ প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র ও ইজিবাইক চালক নিহত হয়েছে। সোমবার দুপুর ৩ টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের বিরামপুর রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আন্দোল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী সায়েম ইসলাম (১৬)। এবং ইজিবাইক চালক একই উপজেলার সাকোপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নুরুজ্জামান (৩৫)।
বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সাথে বিরামপুর রেলগেট এলাকায় ইজিবাইকের মুখোমুখো সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থালেই শিক্ষার্থী সায়েম নিহত হয়। স্থানীয়রা চালককে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তিনি আরো জানান, দূর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান চালক ও হেল্পার পালিয়ে গেছে। তাদের সনাক্ত করে আটকের চেষ্ট চলছে।
Leave a Reply