এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
দিবস টি উপলক্ষ্যে বিরামপুর উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজেন রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শুভসুচনা করা হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ডিজিটাল বাংলাদেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে সেখানে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।এসময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমারসরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম , মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা পাপিয়া আকতার ,কৃষি কর্মকর্তা নিক্সছন চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার রহমান,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ড. নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply