এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে জামায়াতী ইসলামী বাংলাদেশ দক্ষিণ দিনাজপুর জেলা শাখার ৩ নেতাকর্মীকে
আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার ভেলারপাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবুল বাশার(৪০) উত্তর ভগবতীপুর গ্রামের মৃত আবুল তালেবের ছেলে মিনারুল ইসলাম (২৭)
এবং চকপাড়া ঈদগাঁহ আবাসিক এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে হাফিজুল ইসলাম(৫২)।
আটক জামায়াতের ৩ নেতাকর্মী জামায়াতী
ইসলামী দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার, দক্ষিণ দিনাজপুর জেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি মিনারুল ইসলাম, দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্য হাফিজুল ইসলাম।
আটক জামায়াতের ৩ নেতাকর্মী জামায়াতী
ইসলামী দক্ষিণ দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পদে রয়েছে। পদ গুলো হলো সাধারণ সম্পাদক আবুল বাশার, দক্ষিণ দিনাজপুর জেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি মিনারুল ইসলাম, দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্য হাফিজুল ইসলাম।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানায়, শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির করার অপরাধে তারা বিরামপুরে প্রকাশ্যে দিবালকে ঝটিকা মিছিল করায় ও নাশকতামূলক কর্মকান্ড ঘটনা ঘটনার চেষ্টায় তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতদের মঙ্গলবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply