বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।
সিলেট ব্যুরো:
সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের সম্মানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, থানা প্রশাসন, প্রেস ক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন, ফারিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন করেন।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টায় রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। এরপর কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শামীম মূসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। এসময় মুক্তিযোদ্ধের বীরত্বের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক প্লাটুন কমান্ডার মনির আহমদ ও বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান।
এদিকে দিবসটি পালন উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টূর্ণামেন্ট ও সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পিরা গান পরিবেশন করবেন। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘অগ্রযাত্রা’ মঞ্চায়ন করবে বিশ্বনাথ থিয়েটার।
Leave a Reply