হাসান বদরুল জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের উত্তর-পূর্ব বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যম“সীমান্তের আহ্বান” এর পক্ষ থেকে বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাবের সদ্য নির্বাচিত কমিটির সভাপতি আবু তালহা তোফায়েল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন-কে সংবর্ধনা দেওয়া হয়।
২৩ জুলাই (শুক্রবার) বাদ জুম’আ, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সীমান্তের আহ্বানের সম্পাদক মণ্ডলীর সভাপতি আবুল হাসানাত-এর সভাপতিত্বে এবং সম্পাদক আব্দুল্লাহ সালমান-এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, চার উপজেলা (জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট) নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাব গঠন করে নতুন কমিটি প্রকাশিত হয়েছে গেলো কিছুদিন পূর্বে। প্রথমত সীমান্তের আহ্বান স্বল্প পরিসরে সভাপতি-সম্পাদককে সংবর্ধনা দিচ্ছে।
তিনি বলেন, আমরা আশাবাদী যে সাংবাদিকদের এরকম সংগঠন ভালো কিছু বয়ে আনবে। দেশ, জাতি ও ইসলামের জন্য কাজ করে যাবে, সর্বদা বৃহৎ স্বার্থে কলম চালাবে, নিজেদের স্বার্থে অপসাংবাদিকতাকে বর্জন করে সুন্দর সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বৃহত্তর জৈন্তার সাংবাদিকদের আদর্শ হয়ে থাকবে। আমরা আমাদের স্থান থেকে এবং উত্তর-পূর্ব বাংলার সবচেয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম সীমান্তের আহ্বানের সর্বদা সাপোর্ট পাবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সীমান্তের আহ্বানের উপদেষ্টা মাওলানা রফিক আহমদ, হাফিজ জাকির হোসাইন, সীমান্তের আহ্বানের সহকারী সম্পাদক ইকরামুল হক জাবের, হাফিজ এহসান উল্লাহ, ব্যবস্থাপনা সম্পাদক হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক মাওলানা নোমান জালালাবাদী, হাফিজ সুহাইল, তোফায়েল আহমদসহ সীমান্তের আহ্বানের প্রতিনিধি, লেখক ও শুভাকাঙ্খী।
Leave a Reply