1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
ভান্ডারিয়ায় ৫ জনের করোনা সনাক্ত - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
ad

ভান্ডারিয়ায় ৫ জনের করোনা সনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৬৭৯ Time View

ভান্ডারিয়ায় ৫ জনের করোনা সনাক্ত

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা শাখার

ভাণ্ডারিয়ায় মঙ্গলবার ও গতকাল বুধবার এ দু’দিনে ১১জনের মধ্যে হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ রাফাত সহ ৫জনের করোনা পজেটিভ বলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ বেল্লাল হোসেন। মঙ্গলবার হাসপাতালের বহির্বিভাগের স্ত্রীর্নীং এন্ড আইসেলোশন সেন্টারে ৭ জনের এবং গতকাল বুধবার ৪ জনের নোভেল করোনা ভাইরাস সংক্রামন (কোভিড-এন’১৯) এর পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে দু দিনে ১১জনের মধ্যে ৫জন করোনা পজেটিভ সনাক্ত হয়। ৫জনের মধ্যে ২জন নারী এবং ৩জন পুরুষ। তাদের নমুনা সংগ্রহের দের ঘন্টা পর রিপোর্ট প্রদান করা হয়। যাদের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে তাদের ১৪দিন হোমকোয়ারাইনন্টেনে রাখার পরামর্শ সহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুদপত্র প্রদান করা হয়। তিনি আরো জানান,এ এলাকার মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপির জোড় তৎপরতায় নভেম্বর মাসের প্রথম দিকে এই প্রথম উপজেলা পর্যায়ে জিংএক্সপার্ট মেশিন পাই । এবং একই মাসের শেষের দিকে এর আনুষ্ঠানিক উদ্ধোধন ও করেন তিনি । তার কয়েক দিনের মাথায় করোনা পরীক্ষার কাঠি পাই। করোনা পরীক্ষার কাঠি পাওয়ার পর ই এ সপ্তাহে আমরা করোনা পরীক্ষা শুরু করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান,স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায়ে এ মেশিনটি পাওয়ায় এ উপজেলা ছাড়াও পার্শবর্তী উপজেলার মানুষের বরিশাল,খুলনা,ঢাকা গিয়ে আর যক্ষা বা করোনা সংক্রামন পরীক্ষার বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন। বিশেষত সাধারণ মানুষের বিশেষ উপকার পাওয়ায় সকলের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা এবং তার সুদীর্ঘায়ূঁ কামনা করছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি