আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতারক চক্রের এক আসামি গ্রেপ্তার হয়েছে। আসামি মোঃ ফারুক হোসেন (২৯) পিতা মোঃ মোজাম্মেল হক পশ্চিম বাহিরচর বারোমাইল টিকটিকিপাড়া ভেড়ামারা, কুষ্টিয়া। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ একজন উদ্যোক্তা ভেড়ামারা থানা দিন পশ্চিম বাহিরচর বারমাইল বাস স্ট্যান্ডে উক্ত আসামীর ফারুক স্টোর নামে একটি দোকান আছে। গত ০৭/০৯/২১ ইং তারিখে সকালে আনুমানিক ১০:৩৩ ঘটিকার সময় আসামি ফারুক মোঃ রবিন হাসান এর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিয়ে ৭,০০,০০০/- সাত লাখ টাকা ই- মানি লাগবে বলে জানায়। তখন রবিন আসামীর চাহিদা অনুযায়ী ০৭/০৯/২১ ইং তারিখ সকাল ১০:৪৪ ঘটিকায় আসামির নগদ উদ্যোক্তা একাউন্টে সাত লক্ষ টাকা ই-মানি করে দেয়। তখন ডিএসও রবিন হাসান উক্ত টাকা পরিশোধ করতে বললে আসামি ফারুক বলেন ব্যাংক হতে টাকা উঠতে দেরি হবে মর্মে রবিন হাসানকে মার্কেটের কার্যক্রম শেষে যাওয়ার সময় টাকা নিয়ে যেতে বলে। পরবর্তীতে মার্কেটের কার্যক্রম শেষে রবিন দুপুর আনুমানিক ০১:১৫ ঘটিকার সময় আসামির দোকানে গেলে তার দোকান বন্ধ পায়। ঘটনার পরপরই আসামি পালিয়ে যায়। উক্ত বিষয়ে মের্সাস আনিশা এন্টারপ্রাইজ এর ডিস্ট্রিবিউশন ম্যানেজার রকিবুল ইসলাম বাদী হয়ে আসামি ফারুক হোসেনের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১১/১৯০ তারিখ ০৯/০৯/২১ ধারা ৪০৬/৪২০ পেনাল কোড। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি গ্রেফতারের উদ্দেশ্যে সম্ভাব্য বিভিন্ন জায়গায় একাধিক অভিযান পরিচালনা করে পরবর্তীতে ২২/০৯/২১ তারিখে ভেড়ামারা থানা দিন বারোমাইল হতে আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার হেফাজতে উক্ত আত্মসাৎ ৭,০০,০০০/- সাত লাখ টাকার মধ্যে ৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা করা হয়। অবশিষ্ট টাকা উদ্ধারের নিমিত্তে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২৩/০৯/২১ তারিখ আসামি ফারুক হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply