মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
কঠোর বিধিনিষেধের মধ্যেই ১লা আগস্ট থেকে সব শিল্প কারখানা খুলে দিচ্ছে সরকার।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিল্পকারখানা খুলে দেয়ার খবরে ইলিশা-লক্ষ্মীপুর নৌরুটের ফেরিতে যাত্রী পারাপারের হিড়িক পড়েছে। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ভোলার ইলিশা ঘাটে উপচে পড়া ভিড় দেখা গেছে।
শত ভোগান্তি মাথায় নিয়ে চাকরি বাঁচাতে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর রুটের ফেরিতে কর্মস্থলে ফিরছেন হাজার হাজার শ্রমিক।
এসব যাত্রীরা লক্ষ্মীপুর হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মস্থলে যোগ দেবেন।
এদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ, যারা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় কাজ করেন।
এদিকে শনিবার ভোর থেকে হাজার হাজার যাত্রী ঘাটে এসে ভীড় করলে কোস্টগার্ড, নৌ পুলিশ, ইলিশা ফাঁড়ির পুলিশ ঘাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা শতভাগ চেষ্টা করেছি কিন্তু যাত্রীদের চাপে সম্ভব হয়নি।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান লকডাউন নিশ্চিতকরণে ভোলা জেলা পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তিনি জানান আজ রাতে লঞ্চ সহ অন্যান্য গণ পরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন সরকার।
সে অনুযায়ী ভোলা ইলিশা ফেরিঘাট সহ সকল জায়গায় লঞ্চ সহ অন্যান্য গণপরিবহন চলাচল আজকে রাতের জন্য অব্যাহত থাকবে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে পূর্বের ন্যায় বন্ধ থাকবে।
Leave a Reply