ভোলার দৌলতখানে বাড়ছে তীব্র শীত ও ঘন কুয়াশা, বিপাকে নিম্ন আয়ের মানুষ
মোহাম্মদ রিয়াজ হোসেন
দৌলতখান প্রতিনিধি (ভোলা)
ভোলার দৌলতখান ও বাংলাবাজারে বাড়ছে তীব্র শীত ও ঘন ঘন কুয়াশা।
প্রতিদিন সকালে যেন বৃষ্টির মত পড়ছে কুয়াশা। ঘন ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত বয়ে চলেছে। দিনের বেলা আকাশে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার দিকে একটু আধার হলেই নেমে আসে ঘন কুয়াশা।
এই কনকনে শীতে সবচেয়ে বেশি চরম দুর্ভোগ পোহাতে হয় নিম্ম আয়ের মানুষের। দৌলতখানে আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছে নিম্ম আয়ের শীতার্ত মানুষগুলো।
সম্প্রতি, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে দৌলতখান উপজেলার বাংলাবাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। ভোরে বাংলাবাজার ও দৌলতখান এর মুল সড়কে দেখা গেছে অনেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে। তবে এই তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে দিনমজুরের নিদিষ্ট সময়ে তাদের কর্মস্থানে পৌঁছাতে পারছে না বলে জানা গেছে। অনেক বিপাকে পড়তে হয় দৈনিক দিনমজুরদের।
ভোলা আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, সর্বনিম্ম ২৪ ডিগ্রি ২৬/১৫ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে, গতবুধবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর দেয়া ত্রান তহবিলের থেকে গভীর রাতে শীত উপেক্ষা করে অসহায় মানুষের কাছে সরকারী কম্বল বিতরণ করেন দৌলতখানের ইউএনও।
অন্যদিকে, তীব্র শীতের কারণে সকল শ্রেণীর মানুষে ভিড় জমাচ্ছে বিভিন্ন পোশাকের দোকানে। সকল শ্রেণীর মানুষ এই তীব্র শীত থেকে রক্ষা পেতে কিনছে তাদের প্রয়োজনীয় পোশাক ও অনন্য সামগ্রী। কারো কারো বাসায় চলছে ধুমধাম পিঠার উৎসব। এই তীব্র শীত সুস্বাদু পিঠার জন্য হয়ে উঠেছে প্রিয় ঋতু। আবার এই শীত কাল যেন কারো কাছে কাল বৈশাখী ঝরের মতো অপ্রিয় কিনতে পাড়ছে না শীতের পোষাক সইতে পারছে নাহ তীব্র শীত। এই তীব্র শীতের কারণে নিম্ন শ্রেণির মানুষের হচ্ছে বিভিন্ন প্রকার রোগ বালাই। এই সব অসুবিধার কারণেও শীত কাল অনেকের কাছে অপ্রিয়।
Leave a Reply