মনপুরায় দুই গ্রুফের সংঘর্ষে কলেজ ছাত্রদলের আহবায়কসহ আহত-৫।
শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।
মনপুরায় নৌকার গ্রাফি চুরি করাকে কেন্দ্র করে,,দুই গ্রুফের সংঘর্ষে মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়কসহ ৫জন আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।।
এতে মনপুরা সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক সুজন মাহবুব(২৭), মোঃ সাদ্দাম (২৭), আবুল কাশেম (৩৯),ছালাউদ্দিন (৫৫),রাছেল (৩৭) আহত হয়েছেন।
সংঘর্ষে আহত হওয়া সুজন মাহবুব জানান, ১০ থেকে ১৫দিন পূর্বে নৌকার একটি গ্রাফি চুরি নিয়ে আমাদের সাথে অভিযুক্তদের মনমালিন্য হয়।
আজ সকাল ১০টায় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য রওনা দিলে আলমবাজারে কাছাকাছি সাগর,শামীম ও নূরহোসেনসহ আরও ১০/১৫ জন আমার পথ আটকে দেয়। পরবর্তীতে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। পরবর্তীতে আমাকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা সাদ্দাম,আবুলকাশেম,ছালাউদ্দিন ও রাছেলের উপরও হামলা চালায়।
আহত মোঃ ছালাউদ্দিন ও আবুল কাশেমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।
সুজন মাহবুব আরো জানান,, এ ঘটনায় মনপুরা থানায় মামলা করার প্রস্তুতি চলমান রয়েছে।
Leave a Reply