চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম জেলা সাতকানিয়ায় মন্দিরের জায়গা দখলের চেষ্টা, থানায় অভিযোগঃ
চট্টগ্রাম অফিসঃ সাতকানিয়া থানাধীন বাজালিয়া পুরানগড় মনেয়াবাদ (৯নং ওয়ার্ড) জলদাশ পাড়া এলাকায় বহুদিনের পুরোনো কালী মন্দির ও তৎ সংলগ্ন জায়গা জমি জবর দখলের চেষ্টা প্রতিপক্ষকে মারধর,নির্মান সামগ্রী নষ্ট করা,মন্দিরের পার্শ্বস্থ ২০/৩০ টি বিভিন্ন প্রজাতির ফলদ বনজ চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ১৮ ডিসেম্বর ভুক্তভোগী কালীপদ দাশ ৮ জনকে বিবাদী করে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ সুত্রে প্রকাশ, কালীপদ দাশের পিতা ক্ষুদিরাম দাশ তার পৈত্রিক সম্পত্তির কিছু অংশ কালী মন্দিরের জন্য মৌখিক ভাবে বরাদ্দ দেন,যেখানে ২০/৩০ বছর পুর্ব হতে একটি ছোট পুজা মণ্ডপ ছিল। পরবর্তীতে গত ৮/১০ বছর পুর্বে সেখানে এলাকাবাসীর সহযোগিতায় একটি কালীমন্দির নির্মান করা হয়। মন্দিরের পার্শ্বে কালীপদ দাশের অনেক পৈত্রিক মৌরশী সম্পত্তি রয়েছে। সেসব সম্পত্তির প্রায় ৪ শতক মন্দির ও তৎ সংলগ্ন জায়গা প্রতিপক্ষ দখলে নেয়ার পাঁয়তারা চালায়। যারফলে মন্দিরের জায়গাটি শনাক্ত পুর্বক অন্যান্য জায়গাগুলো আলাদা করার লক্ষ্যে কালীপদ দাশ সেখানে বাউন্ডারি ওয়াল দেয়ার সিদ্ধান্ত নেয়। গত ১৬ ডিসেম্বর দেয়াল নির্মানের জন্য ইট সিমেন্ট বালি সহ নির্মানসামগ্রী মন্দিরের স্থানে নিয়ে আসে এবং একিই দিন সন্ধ্যায় দেয়াল নির্মানের জন্য গর্ত খনন করে বাউন্ডারি ওয়াল দেয়ার চেষ্টা করলে বিনু বাশী,জনি দাশ,কালু দাশের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাধা দেয়। এসময় তারা কালীপদ,তার চাচী নিয়তি বালা ও চাচাত ভাই সন্জিব দাশকে বেদড়ক পিটুনি দেয়,এবং নির্মান সামগ্রী ইট বালু ছুড়ে ফেলে দিয়ে বিনষ্ট করে সেই সাথে ঘটনাস্থলের পার্শ্ববর্তী সাঙ্গু নদীর পাড়ে রোপিত ২০/৩০ টি বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ গাছের চারা কেটে নিয়ে যায়। তাদের শৌর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর গত ১৮ ডিসেম্বর সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী অসহায় কালীপদ দাশের পরিবার।
Leave a Reply