টি এ শাহিন, লালমোহন সংবাদ দাতাঃ মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ।
ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রিয় রাসুল বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর এবং তাঁর অনুসারীদের প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে বিশ্বের সব দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার হয়েছেন।
গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করে ফ্রান্সে এ ব্যঙ্গ চিত্র প্রদর্শন বন্ধ করার ও ফরাসি প্রেসিডেন্টের ইসলাম বিরোধী বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে।
তারই ধারাবিহিকতায় আজ ৫ নভেম্বর ২০২০ ভোলার লর্ডহার্ডিঞ্জ (লালমোহন) বাজারে ধর্মপ্রাণ ও নবীপ্রেমী মুসলমানরা চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ করেছে। এ সময় অডিও কনফারেন্স সকলের সাথে একাত্ততা ঘোষনা করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী শাওন এমপি। এসময় তিনি বলেন শুধু ফরাসী পন্য বয়কট নয়,যারা তাদের সমর্থক দেয় তাদেরও দমন করতে হবে। এসময় উপস্থিত জনতা কে লক্ষ করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন প্রিয় নবী মুহাম্মদ (সঃ) আমাদের কলিজা। আজ থেকে লর্ডহার্ডিঞ্জ (লালমোহন) সকল প্রকার ফরাসি পণ্য ডাস্টবিনে ফেলে দিবেন। এ সময় দ্বীপবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ইকবাল হোসাইন জুলহাস ফরাসী সকল পণ্য বয়কট করতে মুসলমানদের আহবান জানান।
Leave a Reply