মাওয়া হাইওয়ে রোডে যাত্রী ছাউনিতে গাড়ির টিকিট বিক্রি করা বন্ধ থাকার পরও যাত্রীদের হয়রানি।
ঢাকা কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
মাওয়া হাইওয়ে রোডে কিছুদিন যাবত কিছু এলাকার বখাটে যুবকরা বিভিন্ন গাড়িতে মানুষ তুলে দিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাউন্টার থেকে কোন টিকিট কেটে ওই যাত্রী ছাউনি সামনে থেকে যাত্রী উঠেতে যায় তাদের সাথে প্রতিনিয়ত তারা দুর্ব্যবহার করে আসছে, কিছুদিন আগে যাত্রী ছাউনি এর ভিতরে তারা টেবিল চেয়ার নিয়ে টিকিট বিক্রি শুরু করে ইহাতে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয়। বর্তমানে তারা বরিশাল খুলনা পটুয়াখালী ভোলা যেসব যাত্রীরা ও খানে থেকে গাড়ীতে উঠে তাদেরকে সিটের কথা বলে উঠিয়ে দিয়ে। কমিশন নিয়ে থাকে। পরে যাত্রীরা উঠে কোন সিট না পাওয়ায় দুর্ভোগে পরে এ নিয়ে ইহার আজও পর্যন্ত কোন সমাধান হয়নি।
০৯/০৪/২৩
Leave a Reply