নাহিদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ করোনা দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মহামারি সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের উদ্যোগে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলা, ঘরের বাইরে গেলে অবশ্যই মাক্স পরিধান ও অপ্রয়োজনে ঘুরাফেরা না করা এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের বিষয়ে সচেতনতামুলক প্রচার-প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়।
গত রোববার (২১ মার্চ) দুপুরে মাধবপুর বাজারের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রচার-প্রচারনা কালে বাজারে আগত ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীদের যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধানে সচেতন করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় মাধবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আহাদের নেতৃত্বে এ প্রচার-প্রচারনা ও মাস্ক বিতরনের কার্যক্রম পরিচালিত হয়।
Leave a Reply