1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
মেলান্দহে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - dainikbijoyerbani.com
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
ad

মেলান্দহে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১২৪ Time View

 

জিল্লুর রহমান রতন, মেলান্দহ (জামালপুর)।
জামালপুরের মেলান্দহে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধিক্ষেত্রভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সহ-পাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এবারের শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।

শনিবার (১৩মে) মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া ও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার বিপ্লব সরকার।

অনুষ্ঠানে কেরাত, হামদ নাথ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র- নজরুল -সংগীত, লোকসংগীত, নৃত্য, লোকনৃত্য, তাৎক্ষণিক অভিনয় ইত্যাদি ইভেন্টের উপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। এসব প্রতিযোগিতার বিচারকার্যে অংশ নেন উপজেলার বিশিষ্ট সংগীত শিক্ষক মো. সৈয়দুজ্জামান শান্ত, মো. রফিক ও বাউল বিপ্লব মন্ডল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিয়া বলেন – কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব সংস্কৃতিক প্রতিযোগিতা তাদের মেধাবিকাশ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি