মোংলায় ছায়া সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে মোংলার ঐতিহ্যবাহী ছায়া সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল,কোরআন তিলাওয়াত, কেক কাটা ও আলোচনা সভা।
প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ছায়া সংগঠনের পক্ষ থেকে মোংলার ছেলে চক্ষু রোগে আক্রান্ত আলভি হাসানকে নগদ আর্থিক অনুদান দেওয়া হয়।
মোংলার মুসলিম পাড়ার ওভারকাম কিন্ডার গার্টেন চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুর মোহাম্মদ জোমাদ্দার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল রহমান সাব্বির,সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম আসিফ,সাংবাদিক মনির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা সরকারী কলেজের সহকারী শিক্ষক সাইদুজ্জামান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওভারকাম কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষিকা ছনিয়া সুলতানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা ঝর্ণা আক্তার, দপ্তর সম্পাদক মোঃ রিমন হোসেন,ক্রিড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন,প্রচার সম্পাদক হালিমা আক্তার,সদস্য মাসুদ রানা,আল-আমিন হোসেন,ইউসুফ পাটোয়ারি,সবুর হাসান,ইয়াছিন,ইউসুফ,রুবেল,আরিফ প্রমূখ।
সংগঠনটি ২০২০ সালে কার্যক্রম শুরু করার পর থেকেই অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে কাজ করার পাশাপাশি, মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে নিজেদের অর্থায়নে বিভিন্ন সময় সুবিধা বঞ্চিত শিশুদের সহযোগিতা করেছে।
অনুষ্ঠান শেষে ছায়া সংগঠনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply