মুহাম্মদ আমির উদ্দিন, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুরে এক বিশেষ অভিযান চালিয়ে তিনজন জুয়াড়িকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
আজ বুধবার (১৪জুলাই) রাত আড়াইটার দিকে এসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার সবুজ মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো ১। নাজির আহমদ (২৮), পিতা-মৃত আকবর আলী, ২। রুবেল মিয়া (৩২), পিতা-আবুল আলী, ৩। জুবেল মিয়া (৩১), পিতা-মনির মিয়া, সর্বসাং-মনসুর, ০৬নং কাদিপুর ইউপি, থানা-কুলাউড়া, জেলা মৌলভীবাজার।
এসময় জুয়া তাদের কাছ থেকে ১১১টি তাস ও নগদ ২১২০/-টাকা উদ্ধার করা হয়।
বর্তমান করোনা মহামারীতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে আরোপিত বিধি নিষেধ উপেক্ষা করে একত্রে জমায়েত হয়ে কোভিড-১৯ রোগের বিস্তার ঘটানোর ক্ষেত্র সৃষ্টি করে অবৈধ ভাবে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে আসামীদের বিরুদ্ধে জুয়া আইন ও রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply