মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কুয়ার পানিতে পড়ে প্রাণ গেল এক কিশোরীর। শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ছোটধামাই এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরীর নাম পারুল বেগম (১৯)। সে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারুল বেগম মানসিক প্রতিবন্ধী ছিল। সে গতকাল থেকে নিখোঁজ ছিল আজ বিকাল পাঁচটায় বাড়ির পাশের কুয়ায় পাওয়া যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর কুয়ায় পারুলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মৃত দেহ উদ্ধার করে।
পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল আহমদ জানান, নিখোঁজ খবর পেয়ে ঘটনাস্থলে সেখানে আমি যাই পরে জুড়ী থানার অফিসার ওসি সঞ্জয় চক্রবর্তী সাহেবকে ফোন দিয়ে এই বিষয়ে অবগত করলে৷ পুলিশ এবং ফায়ার সার্ভিসকে পাঠান
কুলাউড়া ফায়ার সার্ভিসের নেতৃত্বদানকারী পরিদর্শক সোলেমান আহমদ জানান, জুড়ী থানা থেকে কল দিলে আমরা সংবাদটি পেয়ে কুলাউড়া ফায়ার স্টেশন থেকে একটি চৌকস দল নিয়ে উদ্ধার কাজ করে,
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, অভিযোগ না থাকায় মৃত কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply