রাঙামাটিতে শ্রী শ্রী রক্ষা কালীমন্দিরের পুনঃনির্মিত ভবন উদ্বোধন
।।মাহাদী বিন সুলতান।।
রাঙামাটিতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুনঃর্নিমিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে রাঙামাটির তবলছড়িতে অবস্থিত শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুনঃর্নিমিত নতুন ভবনের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ১কোটি ৬৫ লক্ষ টাকার অর্থায়নে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বোর্ডের সদস্য পরিকল্পনা প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক রনতোষ মল্লিক, পৌর কাউন্সিলর পুলক দে, রুপসি দাস গুপ্ত ও পূজা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার দে প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply