রাজাপুরে ১৮ দীর্ঘ মাস পরে হত্যার মামলা রেকর্ড
রিয়া আক্তার রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দীর্ঘ ১৮ মাস ২০ দিন পরে আদালতের নির্দেশে বহুল আলোচিত বাবুল হত্যা মামলা রেকর্ড করেছে পুলিশ। শুক্রবার রাতে বাবুলের মা মোসাঃ আনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাসহ ১১ জনকে আসামি মামলা দায়ের করেন। মোসাঃ আনোয়ারা বেগম উপজেলার চর উত্তমপুর গ্রামের মৃত ইউসুব আলী হাওলাদারের স্ত্রী।
মামলা সূত্রে জানাগেছে, মোসাঃ আনোয়ারা বেগমের ছেলে বাবুল দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পরে দেশে আসেন। এলাকার একটি কুচক্রিমহল বাড়িতে এসে অন্যায় ভাবে বাবুলের কাছে টাকা দাবী করে আসছিলেন। বাবুল ঐ টাকা দিতে অস্বীকৃতি জানাতে তারা ক্ষিপ্ত হয়। ঘটনার দিন ২০১৯ সালের ১৮ই অক্টোবর সন্ধ্যার পরে বাবুল বড়ইয়ায় তার মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসছিল। পথিমধ্যে কলাকোপা রাজ্জাক আকনের বাড়ির কাছে আগে থেকে ওৎ পেতে থাকে সজিব, কাইয়ুম. মনির, তরুন, ইলিয়াস, ইলিয়াসসহ অজ্ঞাত আসামিরা পরিকল্পিত ভাবে বাবুলকে ধরে মারধরসহ শ্বাসরোধ করি হত্যা করে একটি ডোবায় ফেলে দেয়। আসামিরা প্রভাবশালী হওয়ায় ঐ ঘটনায় থানা পুলিশ হত্যা মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে বাদীকে হত্যা মামলা বলে সান্তনা দেয়। পরে বিষয়টি বাদী জানতে পেরে আদালতের আশ্রয় নিয়েছিলেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply