রাণীশংকৈলে জেপিএল সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট “র ফাইনাল খেলায় প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান
মাহাবুব আলম রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাশিপুর ইউনিয়নে জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জগদল প্রিমিয়ার লীগ সুপার সিক্স ক্রিকেট টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে জগদল একাদশের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা। গেস্ট অব অনার মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।
বিশেষ অতিথি জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ আলী, জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, কে.ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা তারেক আজিজ, নেকমরদ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সভাপতি রাফসান জানি সানি, ছাত্রলীগ নেতা সোহাগ আলী প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত একজেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহিদুর রহমান। উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জগদল হিরন বস্তি ক্রিকেট দল ও রানার্সআপ হয়েছে বুকদিপাড় লিজেন্ড ক্লাব।
Leave a Reply