আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী :
বিপুল ভোটের ব্যবধানে টানা তিনবার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছে বীরমুক্তিযোদ্ধার স্ত্রী খালেদা পারভীন।
১১ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে তৃতীয় বারের মতো তিনি তালগাছ প্রতীকে বিজয় লাভ করেছে। তিনি উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ নয়াহাটি গ্রামের বীরমুক্তিযোদ্ধা ( সেনাবাহিনীর) মরহুম মোরশেদ আলমের স্ত্রী ও রায়পুরা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক এস. এম শরীফ এর মা।
বিগত ২০১১ সালে প্রথম টিয়া পাখি প্রতীকে১২৮৪ ভোটের, ২ য় বার তালগাছ প্রতীকে ১৫৯৬ ভোটের ব্যবধানে এবং ৬১৫ ভোটের ব্যবধান নিয়ে বিজয় লাভ করেন।
এছাড়াও তিনি ২০১৫ সালে রায়পুরা উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ৬ নং ( ডৌকারচর,আমিরগঞ্জ ও চর আড়ালিয়া ইউনিয়ন) আসনে ২৪ ইউনিয়ন ও ১ টি পৌরসভার মেম্বারগনের ভোটে মোরগ মার্কা নিয়ে বিজয় এবং পরবর্তী বিনাপ্রতিদন্ধীতায় সফলতালাভ করেন।
তিনি শতশত সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এবং শতশত মানুষের কর্মমূখী সেলাই প্রশিক্ষণ সহ নানাবিধ উন্নয়ন কাজে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। খালেদা পারভীন বলেন, মানুষের সেবা করার তৃতীয় বার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ।যতজীবন বাচবো মানুষের সেবা করে বাচতে চাই।
Leave a Reply