বায়জিদ হোসেন, বাগেরহাটঃ
সুন্দরবনের দুবলার চর সংলগ্ন রূপার খাল থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বনপ্রহরীরা নিয়মিত টহলের সময় রুপার খালের চরে একটি মৃত বাঘ পড়ে থাকতে দেখে সেটিকে উদ্ধার করেন তারা। মৃত পুরুষ বাঘটি ১৫/১৬ বছর বয়সের পূর্ণ বয়স্ক। বার্ধক্যজনিত কারণেই বাঘটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। শনিবার শরণখোলা রেঞ্জ কার্যালয়ে এনে বাঘটির মরদেহের ময়নাতদন্ত করা হবে বলেও জানায় বন বিভাগ। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকার রুপার খালে বনপ্রহরীরা নিয়মিত টহলকালে মৃত বাঘটি দেখতে পান। এরপর তারা সেটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া মৃত বাঘটির শরীরের কোথাও কোন ধরণের আঘাতের চিহ্ন নেই। কোন অঙ্গ-প্রত্যঙ্গ খোঁয়াও যায়নি। বনবিভাগ প্রাথমিকভাবে ধারণা করছেন বার্ধক্যজনিত কারণেই পূর্ণ বয়স্ক/বুড়ো বাঘটি মারা গেছে। একটি পূর্ণ বয়স্ক বাঘ ১৫/১৬ বছরই বেঁচে থাকে। সম্ভাব্য বার্ধক্যজনিত কারণের প্রাথমিক ধারণার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে শনিবার সকালে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে মৃত এ বাঘের ময়নাতদন্ত করা হবে বলে জানান বন কর্মকর্তা বেলায়েত হোসেন।
Leave a Reply