মোঃ ছিদ্দিক নিজস্ব প্রতিবেদক
লঞ্চে যাত্রী হয়রানি ও মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ।
৬ মে শনিবার সকাল ১১টায় ভোলার দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনাল আধুনিকায়ন করার লক্ষে লঞ্চঘাট পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় দৌলতখান লঞ্চঘাটে একটি ল্যান্ড স্টেশন ও আধুনিক যাত্রী ছাউনির ব্যবস্থা করা হবে। আমরা যাত্রীদের সেবার মান উন্নয়নে দৌলতখান লঞ্চঘাটের বিভিন্ন স্থান পরিদর্শন করেছি।
যাত্রীরা লঞ্চঘাটে এসে ভোগান্তিতে না পরে সে জন্য ঘাটের রাস্তাটি আরও চওড়া করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply