শিবগঞ্জে ভূমি ও বালু দস্যু কুদ্দুস মেম্বারের বিরুদ্ধে খাস
জলাশয়ের মাটি বিক্রির অভিযোগ
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে রাতের আঁধারে খাস জলাশয়ের মাটি বিক্রি ও সাধারণ মানুষের ফসলি জমি থেকে মাটি তুলে ব্যক্তিগত পুকুরের পাড় ভরাটের অভিযোগে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছে এলাকাবাসি। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ অভিযোগ করে গ্রামবাসীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর জুড়ি অনন্তপুর গ্রামের আজিজার রহমান এর ছেলে বর্তমান মেম্বার আব্দুল কুদ্দুসকে ভূমিদস্যু আখ্যায়িত করে জুড়ি মৌজার ৫৭৫ দাগে খাস জলাশয় ও এলাকার সাধারণ কৃষকের ফসলী জমিতে পুকুর খননের নামে রাতের আধারে ভেকু দ্বারা অবাধে মাটি কেটে নিয়ে তার ব্যক্তিগত পুকুরের পাড় ভরাট করছে। এছাড়াও সরকারি জলাশয়ের জমি দখলের চেষ্টাও করছে। ভূমিদস্যু কুদ্দুস সু-কৌশলে রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং সারারাত জেগে জেগে ফসলী জমির টপ সোয়েল বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিক্রি করছে। ফলে ওই এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি জমি হুমকির মুখে পড়ছে। ভূমিদস্যু কুদ্দুস কিছু প্রভারশালী ব্যক্তিদের খুৃঁটির জোড়ে এ অপকর্মগুলো করতে সাহস পাচ্ছে। ঐ এলাকার কৃষক মাহবুব হাসান বলেন, ভূমিদস্যু আব্দুল কুদ্দুস প্রভাব খাটিয়ে এলাকার কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এছাড়াও বালু উত্তোলনসহ সরকারি জলাশয়ের মাটি কেটে তার ব্যক্তিগত পুকুরের পাড় ভরাট করে সরকারি জায়গা দখলের চেষ্টা করছে। এর ফলে রাস্তা-ঘাট ও ফসলের জমি হুমকি মুখে পড়েছে। কেহ কিছু বলতে গেলে ভূমিদস্যু কুদ্দুস মামলা হামলাসহ বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করে আসছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, আমি আমার ক্রয়কৃত জমিতে পুকুর খনন করছি। তবে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এলাকাবাসীর সূত্রে আরও জানা যায়। এর আগে মেম্বার আব্দুল কুদ্দুস ডেজার মেশিন বসিয়ে তলদেশ থেকে। বালু উত্তলনের দায়ে শিবগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এবং প্রশাসনের সাথে টক্কর দিয়ে ভূমি দস্যু হিসেবে মরিয়া হয়ে উঠেন মেম্বার আঃ কুদ্দুস । এলাকা বাসীর দাবি ভূমি দস্যু আঃ কদ্দুস কে আবারও আইনের আওতায় আনা হোক।
Leave a Reply