কাকন সরকার (শেরপুর জেলা প্রতিনিধি)ঃ
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনায় রবিন মিয়া (২২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিন ঢাকার বাংলা কলেজের রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আজ শুক্রবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রবিন মিয়া উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন আগে রবিন মিয়া ঢাকা থেকে বাড়িতে আসেন।
আজ শুক্রবার বিকেলে রবিন মোটরবাইকে উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীবরদী শহরের উত্তর বাজার এলাকায় পৌঁছালে দূর্ঘটনার শিকার হয় রবিন মিয়া। এই ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ এসে ছুটে আসেন রবিনদের বাড়িতে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন মহিলাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রবিন মিয়া। সাথে সাথে সামনের দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোর নীচে চাঁপা পড়েন রবিন মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, “দুর্ঘটনার বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না করায় থানায় জিডি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply