মাহদী হাসান: মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুর বাড়িতে জামাই রুবেল মিয়া (৪২) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। রুবেল মিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের বাসিন্দা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কর্মর্ধা ইউনিয়নের কর্মধা গ্রামে আব্দুল মন্নান ওরফে ‘মার্ডারি মন্নান’র বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। এক্ষেত্রে ঘটনার চাচা শ্বশুর আব্দুল মন্নান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ নিহতের স্বজনদের।
তারা জানান, রাতে রুবেল মিয়া মোটরসাইকেলযোগে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলুয়ারপাড় এলাকার শ্বশুরবাড়ি বেড়াতে যান। এসময় চাচা শ্বশুর মন্নান মিয়ার লোকজন বাড়ির পাশে রুবেলের মোটরসাকেলের গতি রোধ করে প্রথমে তার চোখেমুখে মরিচের গুড়া নিক্ষেপ করে। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল হোসেন আজাদ জানান, রুবেল মিয়ার শ্বশুর আব্দুল করিম ও আব্দুল মন্নানের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। কিন্তু সেটা তো সমাধানের পর্যায়ে রয়েছে। কী নিয়ে রুবেল মিয়াকে হত্যা করা হয়েছে বিস্তারিত এখনো জানতে পারিনি।
কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনে আমরা তৎক্ষনাৎই অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মান্নান ও আব্দুল সালামকে গ্রেফতার করেছি।
Leave a Reply