আতিকুর রহমান গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে এ সি আই এর নিজস্ব মিনি কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল ও রিক্সাকে ধাক্কাদেয়। এতে মটরসাইকেল চালক ও রিকশা চালক মোঃ কামরুল(২৬) ও মোঃ ফরিদ(৫০)গুরুতর আহত হয়েছেন।
আহত মোঃ কামরুল বরিশাল জেলার মুলাদি এলাকার কামাল মিয়ার ছেলে। সে স্থানীয় এস কিউ (কালার মাস্টার)পোষাক তৈরী কারখায় চাকরি করেন।
আহত ফরিদ গাজীপুর জেলায় সদর উপজেলার মির্জাপুর মাস্টার বাড়ি এলাকা রমিজ আলী সিকদারের ছেলে। সে পেশায় একজন রিকশাচালক। সে প্রশিকা উন্নয়ন কেন্দ্র মাওনা সংল্গন বেগুনবাড়ি এলাকার সুলতানের বাড়ীর ভাড়াটিয়া।
মঙ্গলবার(১৪সেপ্টেম্বর)সকাল ১০ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা ফ্লাইওভার উত্তর পাশে অবদা মোড়ে প্রশিকা- মাওনা বাজার সংযোগ রাস্তার অভিমূখে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, নিকটবর্তী এসিআই কোম্পানিতে যাওয়ার সময় ফ্লাইওভার অতিক্রম করার পর কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেলের পিছনে ধাক্কাদেয়।এসময় সামনে থাকে রিক্সাকেও ধাক্কাদেয়।পরে আরেকটি দাড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রনে আসে।এতে করে দুইজন আহত হয়। উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. বাদল মিয়া ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্থানীয় আলহেরা মেডিকেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসার প্রেরণ করা হয়।পরবর্তীতে মেডিকেল অফিসার ডা. সিহাবের পরামর্শে গুরুতর আহত কামরুল কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদ মিয়াকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন,দূর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহত চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চালককে আটক করা সম্ভব হয়নি। আটক করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply