মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক এক ইয়াবা কারবারিকে আজ কারাগারে পাঠানো হয়েছে।
তার নাম জাহাঙ্গীর মিয়া (৩৬)। তিনি গাজীপুর পূর্বপাড়া গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
আজ শুক্রবার ( ১৬ এপ্রিল) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল তাকে আটক করে।
এসময় তার হেফাজত থেকে ৫৮০ পিস ইয়াব জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তারা তাকে জব্দকৃত আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছেন।
Leave a Reply