শ্যামপুর থানার জুরাইন এর বাবুল ওরফে গিট্টু বাবুল। পেশাধারী একজন কিলার। ভুমিদস্যুতা হচ্ছে তার পেশার একটা অংশ। রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠা এই বাবুল এর আছে একটি শক্তিশালী সন্ত্রাসী বাহিনী। যে বাহিনীটি পোস্তগোলা, জুরাইন সহ শ্যামপুর থানার অনেকাংশে জোর পূর্বক এবং চুক্তি ভিত্তিক জমি দখল সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে আসছে ।
অনুসন্ধানের আলোকে জানাযায় ভুমিদস্যদের ভয়াল তান্ডবে অতিষ্ট শান্তি প্রিয় নিরীহ মানুষ গুলো। ভয়ে মুখ খোলার সাহস পায়না এমনকি বাপমায়ের ভিটা বাড়ি দখল করে নিলেও কোন আইনি সহায়তা পায়না ভুক্তভোগীরা। অনুসন্ধানে জানাযায় পোস্তগোলার কামাল হাজীর নাম। যার একক আধিপত্য চলছে একজন কমিশনারের ছত্রছায়ায়। হাবীব ম্যাচ ফ্যাক্টরি থেকে শুরু করে শতশত মানুষের জমিজমা এবং বিভিন্ন কায়দায় জিম্মি করে চলছে সাধারন শান্তিকামী মানুষকে।
অন্তরে ভয় চোখে লজ্জা সব কিছু দেখেও অসহায় জীবন যাপন করতে দেখা যাচ্ছে শ্যামপুরের পোস্তগোলার মোল্লাবাড়ির একটি এমএলএ পরিবার সহ অনেক কেই। এই ব্যাপারে ওয়ারি জোনের এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মোঃ নুরনবীর সাথে দীর্ঘ আলাপচারীতায় জানাযায় অশুভ শক্তির সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং দ্রুত সময়ে তাদেরকে প্রমান সহ গ্রেফতার করার অভিযান চলছে।
Leave a Reply