সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জেলা রিপোর্টার্স ইউনিটির
নীলফামারীতে মানববন্ধন
নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে, কেন্দ্রীয় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে, নীলফামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন ও সমাবেশ, স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরের পাশে অনুষ্টিত হয়।
আজ ২০ মে বৃহস্পতিবার জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দিকী দুলালের সভাপতিত্বে এবং দৈনিক মাতৃছায়ার জেলা প্রতিনিধি আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিউম্যান রাইটসের চেয়ারম্যান, মানিক সারওয়ার, স্বাধীনতা শিক্ষক সমিতির নীলফামারীর সভাপতি মৃনাল কান্তি রায়,জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়াম, প্রেসক্লাবের সভাপতি শামসুল হক, বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক দেশ টিভির প্রতিনিধি আব্দুল বারী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি পারভেজ উজ্জ্বল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি স্বপ্না আকতার, দৈনিক মর্নিং গ্লোরীর জেলা প্রতিনিধি আবু হাসান, মাই টিভির প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু, সাপ্তাহিক নীল চোখের সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, ডিমলার এসিয়ান এইজ প্রতিনিধি জাহাঙ্গীর রেজা, যায়যায়দিন ডোমার প্রতিনিধি, জুলফিকার আলি ভুট্টো, দৈনিক সংবাদের জলঢাকা প্রতিনিধি মিত্তুন্জয় রায়, সংবাদ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি, আল আমিন, তৈয়বুল ইসলাম মানিক ,দৈনিক বিজয়ের বানী বিশেষ প্রতিনিধি নুরল আমিন প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
Leave a Reply