মোঃ আবু সাঈদ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জলবদ্ধতা নিরসনে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ু সুবিচার ও উপকুল সুরক্ষার দাবিতে ধর্মঘট পালিত হয়েছে।
আজ শুক্রবার (১০ ই সেপ্টেম্বর) বেলা ৩ টার সময় পরিবেশবাদী আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ ও ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়েজনে অনুষ্ঠিত এ ধর্মঘটে ভুক্তভুগী উপকুলবাসি অংশ নেন।
ইয়াস দুর্গত আাশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষ গত ২০২০ সালের ২০ শে মে ঘটে যাওয়া আম্ফানে প্রায় ১১ মাস যাবৎ ও গত ২০২১ সালের ২৬ শে মে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের কারনে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে প্রায় ৪ ধরে পানিবন্দি। ফলে
ব্যাপক বিপর্যস্তের মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করছে, এলাকাবাসী ভুগছে বিশুদ্ধ পানির অভাবে। এমতাবস্থায় অতি দ্রুতই ভঙ্গুর রাস্তা ঘাট সংস্কার করে টেকসই বেড়িবাঁধের দাবি তুলেছে এলাকাবাসী।
এসময়ে জলবায়ু ধর্মঘট আরো উপস্থিত ছিলেন ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সাতক্ষীরা জেলা সমন্বায়াক এস এম শাহীন বিল্লাহ, জান্নাতুল নাইম, রায়সুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আবু সাঈদ, আলতাফ হোসেন, মোমিনুর রহমান, এম এম সালাউদ্দিন, আরিফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply